ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক মণ গাঁজাসহ গ্রেপ্তার ৪

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
এক মণ গাঁজাসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে এক মণ গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এতথ্য জানান।

আরো পড়ুন:

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহীর দামকুড়া থানার হরিপুর গ্রামের নাইমুল ইসলাম (২৭), ফেতরাপাড়া গ্রামের মিলন হোসেন (৩৫), মতিহার থানার নতুন বুধপাড়া মহল্লার রাশিদুল হক (২৫) এবং কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মহল্লার রনি খান (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

কেয়া/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়