ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে টহলরত পুলিশের ওপর গুলিবর্ষণ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩  
রোহিঙ্গা ক্যাম্পে টহলরত পুলিশের ওপর গুলিবর্ষণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে টহলরত অবস্থায় পুলিশের ওপর গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে খায়রুল আলম নামে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাম্প-৫ এর বি/৭ ব্লকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

ক্যাম্প-৫ এর দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্প-৫ এ টহলরত অবস্থায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এসময় খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলায় গুলি লেগে ক্ষত সৃষ্টি করে বেরিয়ে যায়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, এপিবিএন সদস্যরা টহল দেওয়ার সময় দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এতে এক সদস্যের গলায় গুলি লেগে ক্ষত হয়। ভাগ্য ভালো ছিলো বলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। অন্যকিছুও ঘটতে পারতো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়