ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৩  
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর (২৩) লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের তিন দিন পর সোমবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।   

বিকেল সাড়ে ৫টায় হিলি চেকপোস্ট দিয়ে তার লাশ হস্তান্তরের সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন। নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্তের ধরন্দা এলাকার ২৮৫/২৫ নং সাব সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে সাহাবুল হোসেন বাবু। এ সময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে বাবু নিহত হয়।  

তিনি আরও বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ আমাদের কাছে বাবুর লাশ হস্তান্তর করলে আমরা বাবুর পরিবারের কাছে হস্তান্তর করি।’
 

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়