ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে মিললো মসজিদের ইমামের লাশ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে মিললো মসজিদের ইমামের লাশ

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ২০ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে শামসুল আলম (৩৮) নামে এক মসজিদের ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ক্যাম্পের বর্ডার এরিয়া (সীমান্ত এলাকা) থেকে লাশটি উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ইমাম শামসুল আলম ক্যাম্প ১৭ সি ব্লকের সাব ব্লক-এইচ/ ৭৯ এর বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে। তিনি ওই ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এইচ-৮৮ মসজিদের ইমাম ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে  কয়েকজন সন্ত্রাসী ইমাম শামসুল আলমকে তার বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। আজ সকালে রোহিঙ্গা ক্যাম্প-২০ এর সীমান্ত এলাকায় তার লাশ পাওয়া যায়।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে মসজিদের ইমাম নিখোঁজ হন। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে।

তারেকুর/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়