ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ মার্চ ২০২৩  
বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি এভার চ্যাম্পিয়ন। রোববার (১৯ মার্চ) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

জানা যায়, জাহাজটিতে মোট ১ হাজার ৪১১ মেট্রিক টন মালামাল রয়েছে। গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে এসব মালামাল নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, ‘জাহাজের পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌপথে সেগুলো নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।’

এর আগে, বঙ্গবন্ধু রেল সেতুর ১ হাজার ৫৫৬ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে গত ৫ মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ নামের একটি জাহাজ। সেগুলো ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

টুটুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়