ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বসিক নির্বাচন:  তোরণ-ব্যানার সরিয়ে ফেলতে আ.লীগ প্রার্থীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩০ এপ্রিল ২০২৩   আপডেট: ১৮:৫২, ৩০ এপ্রিল ২০২৩
বসিক নির্বাচন:  তোরণ-ব্যানার সরিয়ে ফেলতে আ.লীগ প্রার্থীর অনুরোধ

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে বিভিন্ন এলাকায় লাগানো ব্যানার-ফেস্টুন ও তোরণ অপসারণের জন্য অনুরোধ করেছেন প্রার্থী নিজেই। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে বি এস আহম্মেদ কবিরসহ ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ এপ্রিল আমার (আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত) বরিশালে আগমন উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা জানিয়ে তোরণ নির্মাণ ও ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এসব তোরণ, ব্যানার- ফেস্টুন প্রদর্শন নির্বাচনী আচরণবিধি বহির্ভূত। সে জন্য যারা এসব তোরণ, ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা দ্রুত এসব অপসারণ করে নির্বাচনী আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

স্বপন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়