ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেসিসি নির্বাচন : মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল, ৩ জনের বৈধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৮ মে ২০২৩   আপডেট: ১২:৪৩, ১৮ মে ২০২৩
কেসিসি নির্বাচন : মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র বাতিল, ৩ জনের বৈধ

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে তিনজন স্বতন্ত্র ও জাকের পার্টিসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। 

আরো পড়ুন:

৪ মেয়র প্রার্থীর মধ্যে এসএম মুশফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩শ ভোটারের সমর্থনকারীদের সমর্থনে তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর আয়কর রিটার্ন দাখিল, রশিদ ও প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় জাকের পার্টির মেয়রপ্রার্থী এসএম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

এদিকে মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু। 

এর আগে ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থীসহ ১৯৫ জন কাউন্সিলার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।  

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ করা হবে।

বাতিলকৃত মেয়র প্রার্থীদের কারও আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

নুরুজ্জামান/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়