ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গলায় গামছা পেঁচিয়ে ছেলেকে হত্যা, বাবা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
গলায় গামছা পেঁচিয়ে ছেলেকে হত্যা, বাবা আটক

হযরত আলী মুন্সি

স্ত্রীর ওপর অভিমান করে সিরাজগঞ্জের বেলকুচিতে জুনায়েদ হোসেন (২) নামের এক শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা হযরত আলী মুন্সিকে (৩৫) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুবর্ণসাড়া মুচিবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আলী মুন্সী নিজের ২ বছর বয়সী ছেলেকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। পরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান হযরত আলী। আজ সন্ধ্যার দিকে হযরত আলী মুন্সিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। মারা যাওয়া শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশুর মা লিপি খাতুন তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়