ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

অবরোধ: লক্ষ্মীপুরে জনজীবন স্বাভাবিক

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৫৪, ৩১ অক্টোবর ২০২৩
অবরোধ: লক্ষ্মীপুরে জনজীবন স্বাভাবিক

ছবি: রাইজিংবিডি

লক্ষ্মীপুরে দুই একটি বিচ্ছিন্ন পিকেটিংয়ের মধ্য দিয়ে বিএনপির-জামায়াতের ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে জেলা শহরের অদূরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের মিয়া রাস্তার মাথায় ও ঢাকা-রায়পুর মহাসড়কের আলিয়া মাদ্রাসার সামনে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করে বিএনপি জামায়াত কর্মীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয় তারা।

এদিকে, জেলা শহরসহ সব জায়গায় দোকানপাট অফিস আদালত খোলাসহ যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।

এদিকে, লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে সব নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন (ক্রাইম অ্যান্ড অবস্) জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/জাহাঙ্গীর লিটন/এসবি/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়