বগুড়ায় মহাসড়ক অবরোধ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় ঢাকা-রংপুর ও বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই দুই মহাসড়কের বনানী ও মাটিডালি এলাকায় অবস্থান নিয়ে লাঠি হাতে বিক্ষোভ করছেন তারা। ফলে দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া, মোটরসাইকেল আরোহীদের ওই দুই স্থানে যানবাহন থেকে নেমে হেঁটে যেতে বাধ্য করা হচ্ছে।
এ রিপোর্ট লেখার সময় (সকাল পৌনে ৯টা) মহাসড়কের দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।
এদিকে, অবরোধকারীদের থেকে কিছুটা দূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। এছাড়া, সকাল থেকে পুলিশ, র্যাব ও বিজিবি টহল শুরু করছে।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। দেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিন দিনের অবরোধ দেওয়া হয়েছে। আমরা জনগণকে বলতে চাই, এই তিন দিন আপনারা একটু কষ্ট করুন। এই কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আসবে।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।
এনাম আহমেদ/ইভা
- ১০ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ১ বছর আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ১ বছর আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ১ বছর আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ২ বছর আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ২ বছর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২ বছর আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ২ বছর আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ২ বছর আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ২ বছর আগে সাভারে বাসে আগুন
- ২ বছর আগে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- ২ বছর আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ২ বছর আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ২ বছর আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ২ বছর আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০