ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

চট্টগ্রাম নগর থেকে চলছে না দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১ নভেম্বর ২০২৩  
চট্টগ্রাম নগর থেকে চলছে না দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রাম মহানগরী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে, নগরীর অভ্যন্তরে রিকশা, অটোরিকশা, সিটি বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

বুধবার (১ নভেম্বর) সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকাতে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, সিটি বাস স্বাভাবিক নিয়মেই চলাচল করছে। বিভিন্নস্থানে অফিসগামী যাত্রীদেরও ভির ছিল চোখে পড়ার মতো। অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরীর কোথাও বিএনপি নেতাকর্মীদের কোনো মিছিল বা পিকেটিং লক্ষ্য করা যায়নি। 

এদিকে, চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের ১১৭টি রুটে কোনো যানবাহন ছেড়ে যায়নি। বাস চলাচল না করলেও চট্টগ্রাম থেকে সব রুটের ট্রেন ছেড়ে গেছে সময় মতো। 

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান জানান, পর্যাপ্ত যাত্রী না থাকায় আন্তজেলা বাস চলাচল করছে না। মানুষ আতঙ্কে রয়েছে। যানমালের নিরাপত্তায় দূরপাল্লার বাস চলাচল করছে না।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়