ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বিএনপির নির্বাহী কমিটির সদ্যসহ গ্রেপ্তার ৮ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৮ নভেম্বর ২০২৩  
গাজীপুরে বিএনপির নির্বাহী কমিটির সদ্যসহ গ্রেপ্তার ৮ 

গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুলসহ দলটির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে আরও দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- চাপাইর ইউনিয়ন বিএনপি সভাপতি দেওয়ান গোলাম রাব্বানী (৫৬), চাপাইর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন (৫০), চাপাইর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোসলেম উদ্দিন মৃধা লিটন (৪৮), ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সদস্য উপজেলা বিএনপি মো. জালাল উদ্দিন (৫৫ ), কালিয়াকৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. খোকন (৪০) ও ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ রনি ইসলাম (৩৫)। গ্রেপ্তার হওয়া অপর জনের নাম জানা যায়নি।

আরো পড়ুন:

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান জানান, বুধবার সকালে বোর্ডঘর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সাইদুল আলম বাবুলসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গতকাল রাতে অভিযান চালিয়ে বিএনপির আরও ২ নেতাকে গ্রেপ্তার করা হয়। তারাদেরকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রেজাউল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়