ঢাকা     বৃহস্পতিবার   ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৮ ১৪৩১

অবরোধ: খুলনা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৫৮, ১২ নভেম্বর ২০২৩
অবরোধ: খুলনা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস

ফাইল ফটো

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন খুলনা থেকে দূরপাল্লার কোনও বাস ছাড়েনি। তবে অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় সেগুলোও সময় মতো ছাড়ছে না।  সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ঘুরে জানা গেছে, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত আন্তঃজেলা রুটে চলাচলকারী সব বাস ছেড়ে গেছে। তবে দূরপাল্লা রুটের বিলাসবহুল বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীতে থ্রি হুইলার, অটোরিকশা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে।

আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে। দূরপাল্লাসহ বিভিন্ন কোম্পানির এসি বাসের যাত্রা বাতিল করা হয়েছে।

নূরুজ্জামান/কেআই

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়