ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বগুড়ায় অটোরিকশা ভাঙচুর, সড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১২ নভেম্বর ২০২৩  
বগুড়ায় অটোরিকশা ভাঙচুর, সড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে একটি সিএনজি চালিত অটোরিকশায় ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ঘটনাটি ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কাউকে পায়নি। তবে, জানতে পেরেছি, অটোরিকশাটি মহাসড়কের পাশে রাখা ছিল। মোটরসাইকেলে করে আসা ৫/৬ যুবক অটোরিকশাটি ভাঙচুর করে পালিয়ে যায়।

এদিকে, বগুড়ায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের চারমাথার অদূরে মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

অবরোধের সমর্থনে বিএনপির চেয়ারপারসের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দ্বিতীয় বাইপাস সুজাবাদ এলাকায় অবস্থান নেন নেতারা। তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন। পরে সুজাবাদে প্রায় ৩০০ মিটার সড়কের মধ্যেই বিক্ষোভ মিছিল করেন। একই সড়কে অবরোধের সমর্থনে ফণির মোড়ে জামায়াত ইসলামী লাঠি মিছিল বের করে। সকাল ৭টার দিকে মিছিল বের করে তারা দেড় ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করে।

জামায়াত ইসলামীর আরেকটি দল সদর উপজেলার গোদারপাড়া এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিক্ষোভ করে। দুপুরে বগুড়া শহরের লিচু তলা বাইপাস এবং মাটিডালি এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধকারীরা অবস্থান নিয়ে ছিলেন। 

জনগণের যান-মালের নিরাপত্তায় ঢাকা-রংপুর মহাসড়কের বনানী মোড়ে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আখতার বলেন, অবরোধে যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মাঠে আছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ