ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বরিশালে বাস, ট্রাক ও লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১৩ নভেম্বর ২০২৩  
বরিশালে বাস, ট্রাক ও লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশালে অবরোধের প্রভাব নেই। বিএনপির ডাকা চতুথ দফা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে এই নগরীর অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব বাস ও লঞ্চ ও মালামালবাহী ট্রাক চলাচল করছে। 

বিআইডব্লিউটিএ বরিশাল এর যুগ্ম পরিচালক মো. সেলিম জানান, ভোর থেকেই অভ্যন্তরীণ রু‌টের লঞ্চ চলাচল করেছে। ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। মূলত এই রুটে রাতেই ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়।

ব‌রিশাল-পটুয়াখালী মি‌নি বাস মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি কাওছার হোসেন শিপন বলেন, কেন্দ্র থেকে ঘোষণা অনুযায়ী অবরোধ চলাকালে বরিশাল থেকে সবক‌টি রুটে বাস চলাচল করছে। এখন পর্যন্ত এখানে যেক‌টি বাস পোড়ানো হয়েছে তার সবই সড়কের পাশে পার্কিং অবস্থায় ছিল। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে অ‌গ্নিসংযোগ করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ক‌মিশনার মো. সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত নগরীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার খবর পাওয়া যায়নি। নগরীর সবক‌টি পয়েন্টে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

স্বপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়