সাকিবের মনোনয়ন ফরম কেনায় যা বলছেন মাগুরা আ.লীগ নেতারা
আনোয়ার হোসেন শাহীন, মাগুরা || রাইজিংবিডি.কম

সাকিব আল হাসান। ছবি: ফেসবুক
সাকিব আল হাসান রাজনীতিতে নামতে পারেন-এমন গুঞ্জন চলে আসছে অনেকদিন ধরেই। তবে এবার তিনি তিনটি আসন মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করায় নড়েচড়ে বসেছেন মাগুরা দুটি আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের পর মাগুরায় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সবার একটাই প্রশ্ন সাকিব আল হাসান মাগুরার কোন আসনে মনোনয়ন পাচ্ছেন?
পড়ুন: আ.লীগ-বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে সাকিব
গত সংসদ নির্বাচনের সময় থেকেই সাকিবের রাজনীতিতে আসার খবর চাউর হয়। ২০১৮ সালে তিনি মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগ্রহ দেখিয়েও শেষ মুহূর্তে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।
সাকিবের পক্ষে তার একজন প্রতিনিধি গত শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মাগুরা শহরের সাহাপাড়ার ছেলে ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচনে অংশগ্রহণে তার আগ্রহের বিষয়টি এখন ওপেন সিক্রেট। মাগুরায় রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সাকিবের মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে-বিপক্ষে মন্তব্য করেন অনেকে। জেলার দুটি আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ এ বিষয়ে মন্তব্য করতে সতর্ক থাকছেন কেউ আবার রাখঢাক ছাড়াই কথাই বলছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাগুরার আওয়ামী লীগের নেতারা বলছেন, সাকিবকে তারা কখনো স্থানীয় রাজনীতি বা এ ধরনের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখেননি। তবে মনোনয়নের বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই শেষ কথা। তবে এ বিষয়ে সাকিবের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন, শালিখা ও মহম্মদপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-২ আসনের জন্যও মনোনয়ন ফরম কিনেছেন সাকিব। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আলোচনা চলছে সেখানেও। জানতে চাইলে শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে বলেন, মনোনয়নের বিষয়তো নেত্রীর হাতে। নেত্রী যাকে দেবেন,তাকে নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। অন্য জায়গার কথা তো বলতে পারব না, এই শালিখা উপজেলায় রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে বা কারও সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। তবু আকাশ থেকে কোনো তারা এনে যদি এখানে দিয়ে ফেলে, আমরা তা–ই নিয়েই ঝাঁপিয়ে পড়ব। কোনো অসুবিধা নেই।
পড়ুন: উড়ে এসে জুড়ে বসার আগে আরেকবার ভাবুন
অন্যদিকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরার দুটি আসনেই আওয়ামী লীগের একটি পক্ষ বর্তমান সংসদ সদস্যদের ওপর ক্ষুব্ধ। তারা যার যার জায়গা থেকে প্রার্থীর পরিবর্তন চাইছেন। তবে তারা কেউ এখনই সাকিবের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না। তারা মনে করছেন, সাকিব মাগুরার যেকোনো একটি আসনে নৌকার প্রার্থী হলে আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল সমর্থন পাবেন।
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ি শহরের সাহাপাড়ায়। এটি মাগুরা-১ আসনের মধ্যে। সদর উপজেলার একটি পৌরসভা, নয়টি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এই আসনের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশির ভাগই বর্তমান সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত। এই নেতাদের কাছে সাকিব আল হাসানের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করাটা অনাকাঙ্ক্ষিত বলে জানান জেলা আওয়ামী লীগের বড় একটি পক্ষ।
সাকিবের মনোনয়ন ফরম কেনার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল সত্তাহ বলেন, মনোনয়ন যে কেউ কিনতেই পারেন। কিন্তু আমরা মনে করি, দলের জন্য যারা দীর্ঘদিন ধরে নিবেদিতভাবে কাজ করেছেন, ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে যাদের অবস্থান, এমন মানুষকেই মনোনয়ন দেওয়া উচিত। সাকিব কখনো জনগণের সঙ্গে মাঠে কাজ করেছে বা কোনো দলের রাজনীতি করেছে বলে তো শুনিনি। নেত্রী ভালো বুঝবেন কাকে মনোনয়ন দিলে ভালো হয়, তার কাছে সব তথ্যই আছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু বলেন, বিষয়টি তিনি গণমাধ্যম থেকে জেনেছেন। যে কারণে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক আব্দুল মান্নান বলেন, সাকিব বা তার পরিবারের কেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। আওয়ামী লীগের সমর্থক নন। ব্যক্তিগতভাবে সাকিবের আওয়ামী লীগের প্রতি ন্যূনতম কোনো অবদান নেই। বরং তারা আওয়ামী বিরোধী পরিবার হিসেবে পরিচিত। আব্দুল মান্নান তার এই মনোনয়ন ফরম সংগ্রহ করাকে প্রত্যাখ্যান করেছেন।
মাগুরা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারেন। তবে মাগুরা-১ আসনের বর্তমান এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মানুষের কল্যাণে কাজ করে নিজেকে গণমানুষের নেতায় পরিণত করেছেন। এখানে সাইফুজ্জামান শিখরের বিকল্প কোনো প্রার্থী নেই। গোটা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন সাইফুজ্জামান শিখরের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারেন। তবে সাকিবের কোনো মাঠকর্মী নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সাকিব ভোটের মাঠে হারিয়ে যাবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, সে যে মনোনয়ন ফরম কিনছে, এটা আমি, আমার সভাপতি বা দলের কেউ জানে বলে আমার মনে হয় না। আমি ৩৪ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই সময়ে আমি কখনো সাকিব বা তার পরিবারের কাউকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা দেখিনি। তাদের এই দলের প্রতি কোনো অবদান আছে বলেও মনে হয় না।
শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া বলেন, সাকিবের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তারকা প্রার্থী হলে তো ভালোই হবে। সবাই তো আর রাজনীতিতে সম্পৃক্ত থাকেন না। নেত্রী যদি চান, এখানে তো কোনো সমস্যা দেখি না। কারণ, এখানে প্রার্থী পরিবর্তন হলে ভোটের ফল আওয়ামী লীগের পক্ষে যাবে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনূর রশীদ মুহিত বলেন, আমার মনে হয় সাকিবের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও নেই। তাকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নেবেন।
সাকিবের একজন আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। আবার সম্প্রতি সাকিব আল হাসানের নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগদানের গুঞ্জন ওঠে। এ বিষয়ে জানতে সাকিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাকিবের মনোনয়ন সংগ্রহের বিষয়ে তার ছোট বেলার ক্রিকেট গুরু সাদ্দাম হোসেন গোর্কির কাছে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাকিবের বাবা সাবেক ফুটবলার বর্তমানে ব্যাংকার মাশরুর রেজা কুটিল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাকিব আল হাসানের মনোনয়ন কেনা নিয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, অরাজনৈতিক ও বিভিন্ন পেশার মানুষ রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছেন এটা রাজনীতির ইতিবাচক একটি বিষয়। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল থেকে নির্বাচন করতে চাচ্ছে এটাও একটি ইতিবাচক বিষয়। ছোট ভাই (সাকিব) মনোনয়ন কিনেছে-সবাই কিনতে পারে। তবে যাচাই-বাছাই করে মনোনয়ন দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এসবি/
- ৩ ঘণ্টা আগে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে ইসিতে চিঠি
- ৪ ঘণ্টা আগে ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
- ৬ ঘণ্টা আগে নৌকা প্রতীকের তিন সমর্থককে পেটালেন এমপির লোকজন
- ৭ ঘণ্টা আগে আ.লীগের সমাবেশে অসম্মতি: এমন বিষয় ইসিতে না পাঠানোর অনুরোধ
- ৯ ঘণ্টা আগে ইসিতে দ্বিতীয় দিনে ১৪১ প্রার্থীর আপিল আবেদন
- ১১ ঘণ্টা আগে দলের কারো নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী
- ১২ ঘণ্টা আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আয় কমেছে, সম্পদ বেড়েছে
- ১৩ ঘণ্টা আগে মাগুরার ভোটার হলেন সাকিব আল হাসান
- ১৩ ঘণ্টা আগে রাঙ্গার সম্পদ বেড়েছে ৬ গুণ
- ১৩ ঘণ্টা আগে জাতীয় সংসদের হুইপ আতিককে শোকজ
- ১৩ ঘণ্টা আগে বরিশালে কোটি টাকার বেশি আয় ৬ প্রার্থীর
- ১৪ ঘণ্টা আগে ১০ বছরে রমেশ চন্দ্রের অর্থ বেড়েছে সাড়ে ৮৬ হাজার গুণ
- ১৫ ঘণ্টা আগে কুষ্টিয়ায় এমপি বাদশাহর সম্পদ ১৭ গুণ বেড়েছে
- ১৫ ঘণ্টা আগে বরগুনা-১: শম্ভুর জন্য বড় চ্যালেঞ্জ টুকু
- ১ দিন আগে রাঙামাটিতে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক কর্মশালা
- ১ দিন আগে নরসিংদীতে স্বতন্ত্রের চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা
- ১ দিন আগে পঞ্চগড়ে আ.লীগ প্রার্থীকে শোকজ
- ১ দিন আগে উপজেলা বিএনপির কার্যালয় এখন নৌকার নির্বাচনী অফিস
- ১ দিন আগে আচরণবিধি ভেঙে এমপি ফারুকের দুঃখ প্রকাশ
- ১ দিন আগে বিএনপির অবরোধ এলার্মিং পর্যায়ে যায়নি: ইসি আলমগীর
- ১ দিন আগে সবাইকে নিয়ে মাগুরার উন্নয়নে কাজ করতে চাই: সাকিব
- ১ দিন আগে খুলনায় আ.লীগ প্রার্থীদের মধ্যে সম্পদে শীর্ষে সালাম মূর্শেদী, তলানিতে রশিদ মোড়ল
- ১ দিন আগে আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ছাত্রলীগ সভাপতি সবুজ
- ১ দিন আগে কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর, গ্রেপ্তার ১
- ২ দিন আগে বগুড়ার ৭টি আসনে ২৮ জনের মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে ঋণ খেলাপি বাবা-ছেলের মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে মঙ্গলবার থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা
- ২ দিন আগে ২৭ শতাংশ মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে আ.লীগের ৯ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে রাজশাহীর সকল এমপির সম্পদ বেড়েছে
- ২ দিন আগে সানাই বাজিয়ে নৌকার মিছিলের পর সমাবেশ, ভোট চাইলেন প্রার্থী
- ২ দিন আগে অংশগ্রহণমূলক নির্বাচন হবে: শিক্ষামন্ত্রী
- ২ দিন আগে ওসি বদলির প্রস্তাব পাঠাতে হবে ৮ ডিসেম্বরের মধ্যে
- ২ দিন আগে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
- ২ দিন আগে এমপি বাদশা ও আ. লীগ প্রার্থী কামালকে শোকজ
- ২ দিন আগে কুমিল্লার ১১ আসনে ৪৮ জনের মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে বগুড়ার এক আসনে জেপির দুই মনোনয়নপ্রার্থী!
- ২ দিন আগে ফেনীর ৩ আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে নারায়ণগঞ্জে ৫ আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭
- ২ দিন আগে গাজীপুর-৫ আসনে নিয়াজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ
- ২ দিন আগে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৮
- ২ দিন আগে লক্ষ্মীপুরে মনোনয়ন বাতিল হলো আব্দুল মান্নানের
- ২ দিন আগে বরিশাল-৪ আসন: আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ২ দিন আগে মাগুরার ২ আসনে ৮ জনের মনোনয়ন স্থগিত, ৩ জনের বাতিল
- ২ দিন আগে সাতক্ষীরায় ৩৭ জনের মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ
- ২ দিন আগে গাজীপুরের ৫ আসনে ৪১ প্রার্থী বৈধ
- ২ দিন আগে মানিকগঞ্জে সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মতবিনিময়
- ২ দিন আগে খুলনার ৬ আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে রাঙামাটি আসনে প্রার্থীতা বাতিল হয়নি কারো
- ৩ দিন আগে যশোরের ৬ আসনে ১৮ জনের মনোনয়ন বাতিল
- ৩ দিন আগে স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধ
- ৩ দিন আগে মানিকগঞ্জে ১২ জনের মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে ময়মনসিংহে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে নোয়াখালীর ৬ আসন: এমপিসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
- ৩ দিন আগে আ.লীগসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে মনোনয়ন বাতিল, কান্নায় বুক ভাসালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ দিন আগে পরিস্থিতি ভালো না হলে ইসির বদনাম হবে: কাদের সিদ্দিকী
- ৩ দিন আগে নড়াইল-২: মাশরাফীর মনোনয়ন বৈধ, বাতিল ২ জনের
- ৩ দিন আগে রংপুরের তিন আসনে ১৫ জনের মনোনয়ন বৈধ
- ৩ দিন আগে ভোটার তথ্যে মৃত ব্যক্তির নাম, স্বতন্ত্রসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
- ৩ দিন আগে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে কুমিল্লার ৫ আসনে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ
- ৩ দিন আগে আ.লীগ প্রার্থী মামুনুরের মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে বরিশালে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে ডিএমপির ওসি পদে আসছে ব্যাপক রদবদল
- ৩ দিন আগে ‘যারা নির্বাচন বন্ধে অগ্নিসন্ত্রাস করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন’
- ৩ দিন আগে চট্টগ্রাম-৪: সংসদ সদস্যসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল
- ৩ দিন আগে মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল
- ৪ দিন আগে নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- ৪ দিন আগে চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর বাড়িতে ককটেল নিক্ষেপ
- ৪ দিন আগে ময়মনসিংহ-৩: নৌকার প্রার্থী পরিবর্তন দাবি ৬ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর
- ৪ দিন আগে শামীম ওসমানকে শোকজ
- ৪ দিন আগে তথ্য ফাঁসের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ৪ দিন আগে রাঙ্গার মনোনয়ন বৈধ
- ৪ দিন আগে বিশিষ্টজনদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইসি
- ৪ দিন আগে শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে আ.লীগের চিঠি
- ৪ দিন আগে ময়মনসিংহ ও সুনামগঞ্জের ডিসিকে বদলি
- ৪ দিন আগে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকতকে শোকজ
- ৪ দিন আগে টাঙ্গাইলে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- ৪ দিন আগে বরিশাল-৫: নৌকা হারাতে মাঠে আওয়ামী লীগের একাংশ
- ৪ দিন আগে নরসিংদীতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
- ৪ দিন আগে আ.লীগ প্রার্থীকে শুভেচ্ছা, ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার
- ৪ দিন আগে মাদারীপুর-৩ আসনের আ.লীগ প্রার্থীকে আদালতে তলব
- ৪ দিন আগে নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি
- ৪ দিন আগে মাঠ পর্যায়ের তথ্যর ভিত্তিতে ওসি-ইউএনওদের বদলি
- ৪ দিন আগে না.গঞ্জ-৩: আ.লীগের গলার কাটা স্বতন্ত্র প্রার্থী, সুবিধায় জাপা
- ৪ দিন আগে মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত
- ৫ দিন আগে সবাই মিটিং-মিছিল করলো, শোকজ খাইলাম আমি আর সাকিব: নিক্সন চৌধুরী
- ৫ দিন আগে এবার দেশের সব ইউএনওকে বদলির নির্দেশ
- ৫ দিন আগে গাজীপুরে বাবার আসনে উত্তরসূরি ৩ কন্যা
- ৫ দিন আগে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে
- ৫ দিন আগে মাঝি ভালো, তাই দেশও ভালো আছে: এম এ মান্নান
- ৫ দিন আগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন অভিযোগের জবাব দিলেন সাকিব
- ৫ দিন আগে দেশের সব থানার ওসি বদলির নির্দেশ
- ৫ দিন আগে আ.লীগের ৮ জনসহ ৭১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- ৫ দিন আগে নারায়ণগঞ্জে ৪৫ প্রার্থীর মধ্যে ১৩ জন স্বতন্ত্র
- ৫ দিন আগে মানিকগঞ্জে ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল
- ৫ দিন আগে রাজশাহীতে নৌকার বিপক্ষে লড়তে চান আ. লীগের ৩ এমপি
- ৫ দিন আগে চ্যালেঞ্জের মুখে মাহি, বিরুদ্ধে লড়তে প্রস্তুত ১০ প্রার্থী
- ৫ দিন আগে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ৫ দিন আগে কুমিল্লার ১১ আসনে ১২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- ৫ দিন আগে নির্বাচনে মনোনয়ন জমা ২৭১৩টি, স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন
- ৫ দিন আগে একই আসনে স্বামী-স্ত্রী
- ৫ দিন আগে নির্বাচন করায় শেরপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
- ৬ দিন আগে গাইবান্ধার স্বতন্ত্র প্রার্থী বুবলির গাড়ি বহরে হামলা
- ৬ দিন আগে বিএনপির যুগ্ম আহ্বায়ক এখন বিএনএম’র মনোনীত প্রার্থী
- ৬ দিন আগে চুয়াডাঙ্গা থেকে স্বতন্ত্র প্রার্থী হলেন দিলীপ কুমার আগরওয়ালা
- ৬ দিন আগে সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী
- ৬ দিন আগে কক্সবাজারের ৪ আসনে ৩৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- ৬ দিন আগে বদিকে পিতা দাবি করা ইসহাকের মনোনয়ন দাখিল
- ৬ দিন আগে মনোনয়নপত্র জমা দিতে পারেননি তৃণমূল বিএনপির প্রার্থী
- ৬ দিন আগে নওগাঁর ৬ আসনে ৫৫ জনের মনোনয়নপত্র দাখিল
- ৬ দিন আগে ধামরাইয়ে আচরণবিধি ভাঙলেন নৌকা-স্বতন্ত্র-জাপার প্রার্থীরা
- ৬ দিন আগে টাঙ্গাইলে বিএনপি ও আওয়ামী লীগের ১৩ নেতা স্বতন্ত্র প্রার্থী
- ৬ দিন আগে আমি মনে করি নির্বাচন সফল হবে: আইনমন্ত্রী
- ৬ দিন আগে পাবনা-২: মনোনয়নপত্র জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
- ৬ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরপত্র ছিনতাই
- ৬ দিন আগে নৌকায় ভোট দিতে মানুষ উদগ্রিব : টিপু মুনশি
- ৬ দিন আগে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিলেন চিত্রনায়িকা মাহি
- ৬ দিন আগে গাজীপুর-৪: নৌকার প্রার্থী রিমির বিরুদ্ধে লড়বেন আলম আহমেদ
- ৬ দিন আগে বাবার আসনে মনোনয়নপত্র জমা দিলেন রুহেল
- ৬ দিন আগে আ.লীগে যোগ দিয়েছেন বিএনপি নেতা শাহজাহান, পেলেন নৌকা প্রতীক
- ৬ দিন আগে তফসিল পুনর্নির্ধারণের সুযোগ নেই: ইসি সচিব
- ৬ দিন আগে একদিনের ব্যবধানে দল পাল্টালেন হিরো আলম
- ৬ দিন আগে মনোনয়ন পাননি এমপি, খুশিতে সাবেক ছাত্রলীগ নেতার সিজদা
- ৬ দিন আগে গোপালগঞ্জে ফারুক খানের মনোনয়নপত্র দাখিল
- ৭ দিন আগে বাগেরহাটে মনোনয়ন জমা দিলেন আ.লীগের ৪ প্রার্থী
- ৭ দিন আগে সৈয়দ পরিবারের ৪ জন নিলেন মনোনয়ন ফরম
- ৭ দিন আগে ক্রিকেট খেলছি, সংবর্ধনা পেয়েছি তবে এবারেরটা অন্যরকম: সাকিব
- ৭ দিন আগে সুপ্রিম পার্টির একতারা প্রতীকে লড়বেন হিরো আলম
- ৭ দিন আগে কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়পত্র জমা দিলেন পাপন
- ৭ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হলেন এমপি আয়েন
- ৭ দিন আগে ৭ জানুয়ারিতেই নির্বাচন হবে: হানিফ
- ৭ দিন আগে আমি বিএনপিতে থাকলে নির্বাচনে আসতাম: পরিকল্পনামন্ত্রী
- ৭ দিন আগে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার সুযোগ নেই: ইইউ প্রতিনিধিদলকে সিইসি
- ৭ দিন আগে ১৫ বছরে দেশকে উন্নয়নের শিখরে নিয়েছে আ.লীগ: বাণিজ্যমন্ত্রী
- ৭ দিন আগে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন নাসিম
- ৭ দিন আগে বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামানকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা
- ৭ দিন আগে নড়াইলে নির্বাচন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা
- ৭ দিন আগে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছেড়ে দেওয়া দপ্তর পেলেন যারা
- ৭ দিন আগে ‘বিএনপি আন্তর্জাতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারে যেতে চেষ্টা করছে’
- ৭ দিন আগে শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল
- ৭ দিন আগে খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী
- ৭ দিন আগে দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের দলীয় শৃঙ্খলা মানতে হবে: হাছান মাহমুদ
- ৭ দিন আগে ইইউ’র প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক শুরু
- ৭ দিন আগে মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগ নেতা গিয়াস উদ্দিন
- ৭ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হতে এমপি পদ ছাড়তে হবে না: ইসি
- ৭ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সুরঞ্জিতপত্নী জয়া
- ৭ দিন আগে পদত্যাগ করলেন সজীব ওয়াজেদ জয়
- ৮ দিন আগে সাকিবকে জেতাতে জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ
- ৮ দিন আগে শ্বশুর জাপার মনোনয়ন না পেলেও পেয়েছেন জামাতা
- ৮ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ও তার ছেলে
- ৮ দিন আগে সংসদ নির্বাচন করতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
- ৮ দিন আগে ঝিনাইদহে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল
- ৮ দিন আগে ইইউ’র প্রতিনিধির সঙ্গে ইসির যৌথসভা বুধবার
- ৮ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুব মহিলা লীগ নেত্রী তাহমিনা
- ৮ দিন আগে টাঙ্গাইলে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- ৮ দিন আগে কুমিল্লা-৬: স্বতন্ত্র নির্বাচন করবেন এমপি সীমা
- ৮ দিন আগে চাঁদপুরের ৫ আসনে যারা পেলেন জাতীয় পার্টির মনোনয়ন
- ৮ দিন আগে মনোনয়নপত্র দাখিল করেছেন একরামুল
- ৮ দিন আগে নৌকায় ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত: জাহিদ মালিক
- ৮ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রাজশাহীর ২ এমপি
- ৮ দিন আগে জোটবদ্ধভাবে নির্বাচন ও সমঝোতার আলোচনা চলছে: শিরীন আখতার
- ৮ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি সোহরাব
- ৮ দিন আগে প্রার্থী হতে মনোনয়নপত্র তুললেন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ
- ৮ দিন আগে এমপি হতে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ
- ৮ দিন আগে পটুয়াখালী-৪: সাংবাদিক মিঠু মশাল প্রতীকে লড়বেন
- ৮ দিন আগে যশোরের ৬ আসনে ২৮ জনের মনোনয়নপত্র ক্রয়
- ৮ দিন আগে ১৪ দলীয় জোটে আ.লীগ নির্বাচনে অংশ নেবে : হানিফ
- ৮ দিন আগে বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ প্রার্থীদের শ্রদ্ধা নিবেদন
- ৮ দিন আগে ইনুর আসনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
- ৮ দিন আগে ঠাকুরগাঁও-২: স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুবলীগ নেতা জুয়েল
- ৮ দিন আগে গাজীপুর-৫ থেকে মনোনয়ন তুলেছেন ট্রান্সজেন্ডার উর্মি
- ৮ দিন আগে গাজীপুরের ৫ আসনেই স্বতন্ত্র হচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিতরা
- ৯ দিন আগে রংপুরের ৬ আসনে লাঙ্গল পেলেন যারা
- ৯ দিন আগে চাঁদপুর-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মাওলানা কাউসার
- ৯ দিন আগে বগুড়ার ৭ আসনেই প্রার্থী দিলো জাতীয় পার্টি
- ৯ দিন আগে গাজীপুরে আ.লীগ-তৃণমূল বিএনপিসহ ২১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- ৯ দিন আগে চাঁদপুরে মোট ভোটার সাড়ে ২১ লাখ, অর্ধেকের বেশি নারী
- ৯ দিন আগে ভোটের মাঠে থাকতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নজরুল ও গোলাম মোস্তফা
- ৯ দিন আগে সরকারি দলের জোটে যাবে না তৃণমূল বিএনপি
- ৯ দিন আগে পঞ্চগড়-১: নাঈমুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি স্থানীয় নেতাদের
- ৯ দিন আগে নির্বাচনে ২০০ আসনে লড়বে ‘সম্মিলিত ইসলামী ঐক্যজোট’
- ৯ দিন আগে রওশন-সাদ-মসীহর নাম নেই, ফয়সালা না হলে বর্জনের হুমকি
- ৯ দিন আগে কুড়িগ্রামের ৪ আসনের দুটিতে পরিবর্তন আনলো জাতীয় পার্টি
- ৯ দিন আগে মানিকগঞ্জে জাপার মনোনয়ন পেলেন যারা
- ৯ দিন আগে গোপালগঞ্জের ২ আসনে প্রার্থী দিয়েছে জাপা
- ৯ দিন আগে টাঙ্গাইলের ৮ আসনে জাপা প্রার্থীদের নাম ঘোষণা
- ৯ দিন আগে পাবনায় জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
- ৯ দিন আগে সুষ্ঠু নির্বাচনে সামান্যতম ছাড় নয় : নির্বাচন কমিশনার আনিছুর
- ৯ দিন আগে হানিফের আসনে মনোনয়ন তুললেন তনু
- ৯ দিন আগে ২৮৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা
- ৯ দিন আগে স্বতন্ত্র নির্বাচন করবেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান
- ৯ দিন আগে মাশরাফির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- ৯ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহি
- ৯ দিন আগে নেতাকর্মীদের সাকিবের পক্ষে কাজ করতে বলেছেন এমপি শিখর
- ৯ দিন আগে কোনো দল আবেদন করলে তফসিল পেছানোর বিষয়ে সিদ্ধান্ত: ইসি আহসান
- ৯ দিন আগে ২৮ জানুয়ারির পরে নির্বাচনের সুযোগ নেই: ইসি রাশেদা
- ৯ দিন আগে রংপুরের ৬ আসনে আ.লীগের প্রার্থী যারা
- ৯ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন চিত্রনায়ক শাকিল খান
- ১০ দিন আগে সাকিবকে শুভকামনা জানালেন মাশরাফি
- ১০ দিন আগে লক্ষ্মীপুরের ৪ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
- ১০ দিন আগে গাজীপুরের ৫ আসনের তিনটিতেই নারী প্রার্থী
- ১০ দিন আগে সুনামগঞ্জের তিনটি আসনে চমক, মান্নান-মানিক বহাল
- ১০ দিন আগে আচরণবিধি লঙ্ঘিত হলে আইনের কঠোর প্রয়োগ: নির্বাচন কমিশনার
- ১০ দিন আগে বিতর্কিত ব্যক্তিকে ভোটগ্রহণ কর্মকর্তা নয়
- ১০ দিন আগে আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ
- ১০ দিন আগে চাঁপাইনবাবগঞ্জে পুরনোতেই ভরসা আওয়ামী লীগের
- ১০ দিন আগে বরিশাল বিভাগের ৭ আসনে আ.লীগের নতুন প্রার্থী
- ১০ দিন আগে বদির আসনে এবারও আ.লীগ প্রার্থী স্ত্রী শাহীন আক্তার
- ১০ দিন আগে নির্বাচনী ব্যয়ের উৎস ইসিকে জানাতে হবে
- ১০ দিন আগে কপাল পুড়েছে ৭১ এমপির
- ১০ দিন আগে ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে: ইনু
- ১০ দিন আগে ঝালকাঠির দুই আসনে মনোনয়ন পেলেন আমু ও হারুন
- ১০ দিন আগে পঞ্চগড়-১ আসনে আ.লীগের নতুন মুখ
- ১০ দিন আগে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
- ১০ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়নবঞ্চিত জাফর
- ১০ দিন আগে সিরাজগঞ্জে ৬টি আসনের ৩টিতে নতুন মুখ
- ১০ দিন আগে সিলেট বিভাগের ১৯ আসন, ৯টিতে প্রার্থী পরিবর্তন
- ১০ দিন আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ব্যবস্থা: শেখ হাসিনার হুঁশিয়ারি
- ১০ দিন আগে রাজশাহীর তিন আসনে নৌকার মাঝি বদল
- ১০ দিন আগে আ.লীগের ২৯৮ আসনে নতুন মুখ ১০৪
- ১০ দিন আগে নির্বাচন না হলে শূন্যতা সৃষ্টি হবে: ইসি আলমগীর
- ১০ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের পাঁচটিই অপরিবর্তিত, একটিতে নতুন মুখ
- ১০ দিন আগে মন্নুজান সুফিয়ান মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ
- ১০ দিন আগে সাকিবের বাড়িতে মানুষের ভিড়, মিষ্টি বিতরণ করলো পরিবার
- ১০ দিন আগে টাঙ্গাইল-৭ আসনে নৌকার মাঝি শুভ
- ১০ দিন আগে এবারও আ.লীগের টিকিট পেলেন না ব্যারিস্টার সুমন
- ১০ দিন আগে গোপালগঞ্জ-৩ আসনে আ.লীগ প্রার্থী শেখ হাসিনা, কোটালীপাড়ায় আনন্দ মিছিল
- ১০ দিন আগে আজকে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে: ফেরদৌস
- ১০ দিন আগে স্বতন্ত্র নির্বাচন করছেন এমপি মুরাদ
- ১০ দিন আগে চাঁদপুরের ৫টি আসনের ২টিতে পরিবর্তন
- ১০ দিন আগে নৌকা পাননি মাহি, স্বতন্ত্র লড়বেন মুরাদ
- ১০ দিন আগে নড়াইল-১ আসনে মুক্তি, ২ আসনে মাশরাফী
- ১০ দিন আগে ময়মনসিংহে বাদ পড়লেন প্রতিমন্ত্রী খালিদসহ ৩ এমপি
- ১০ দিন আগে কিশোরগঞ্জের ৬ আসনে নৌকার মনোনয়ন যুদ্ধে জয়ী যারা
- ১০ দিন আগে নীলফামারী-২ আসনে নৌকা পেলেন আসাদুজ্জামান নূর
- ১০ দিন আগে টাঙ্গাইলের ৮ আসনে ৪টিতে নতুন মুখ
- ১০ দিন আগে মানিকগঞ্জের এক আসনে নতুন মুখ, জাহিদ মালেক বহাল
- ১০ দিন আগে নৌকায় ঠাঁই পেলেন না ৬ তারকা
- ১০ দিন আগে নির্বাচনে বিএনপি এলে তফসিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি
- ১০ দিন আগে খুলনার তিন আসনে নতুন মুখ, বাদ পড়লেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান
- ১০ দিন আগে কক্সবাজার-১ আসনে নৌকায় নতুন প্রার্থী
- ১০ দিন আগে নোয়াখালীর ৬ আসনে আ.লীগের প্রার্থী যারা
- ১০ দিন আগে ফের নৌকার মনোনয়ন পেলেন মমতাজ
- ১০ দিন আগে পিরোজপুরের ৩ আসনে আ.লীগের প্রার্থী যারা
- ১০ দিন আগে কুমিল্লার ১১ আসনে নৌকার প্রার্থী যারা, ২টি আসনে চমক
- ১০ দিন আগে পাবনার ১টি আসনে নতুন মুখ
- ১০ দিন আগে ঢাকা-১০ আসনে নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস
- ১০ দিন আগে নড়াইল-২ আসনে আ.লীগের প্রার্থী মাশরাফি
- ১০ দিন আগে মাগুরা-১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান
- ১০ দিন আগে নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনি ব্যবস্থা: ইসি আনিছুর
- ১১ দিন আগে রিমির আসন চান আলম, বিএনপিতে এগিয়ে রিয়াজুল হান্নান
- ১১ দিন আগে প্রার্থী হতে সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
- ১১ দিন আগে চাঁদপুরের ৫ আসনে লাঙল চান ১৩ জন
- ১১ দিন আগে তফসিল বাতিলের দাবিতে বরগুনায় মশাল মিছিল
- ১১ দিন আগে দলীয় পদ হারিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন শাহীনুর পাশা
- ১১ দিন আগে অপরাধ দমনে মাঠে থাকবেন ৬৫৩ বিচারিক হাকিম
- ১১ দিন আগে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সাজানো হামলা: পুলিশ
- ১১ দিন আগে অবাধ নির্বাচন উপহার দেবে কমিশন: ইসি আহসান
- ১১ দিন আগে মাগুরায় সাকিব মনোনয়ন পাওয়ার গুঞ্জনে দোলাচলে আ.লীগ নেতারা
- ১২ দিন আগে সাতক্ষীরার ৭ নেতার তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ
- ১২ দিন আগে সাতক্ষীরায় আওয়ামী লীগের মনোনয়ন চান ৪৪ নেতা
- ১২ দিন আগে মনোনয়ন ফরম কেনায় বিএনপি নেতা বহিষ্কার
- ১২ দিন আগে নীলফামারীতে নৌকার মাঝি হতে চান ৩৫ জন
- ১২ দিন আগে সবুজকে ছাড় দিতে নারাজ ভাই-বোন
- ১২ দিন আগে তফসিল ঘোষণার পরও পাবনায় বিলবোর্ড-ব্যানার অপসারণ হয়নি
- ১২ দিন আগে কুষ্টিয়ায় নৌকা প্রতীক পেতে চান ৪১ নেতা
- ১৩ দিন আগে লক্ষ্মীপুরের চারটি আসনে নৌকা চান ৩৫ জন
- ১৩ দিন আগে আমাদের ওপর কোনো চাপ নেই: ইসি রাশেদা
- ১৩ দিন আগে ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি’
- ১৩ দিন আগে নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না: ইসি আনিছুর
- ১৩ দিন আগে ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিবের বৈঠক
- ১৩ দিন আগে বগুড়ার ৬ আসনে নৌকা চায় ৪৪ জন
- ১৩ দিন আগে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ৮টি মানদণ্ড গুরুত্বপূর্ণ
- ১৩ দিন আগে টেলিভিশন এক জায়গায় আর রিমোট অন্যখানে : ইসি
- ১৩ দিন আগে আ. লীগের মনোনয়ন পাচ্ছেন না মাহি?
- ১৪ দিন আগে সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে: ইসি আনিসুর
- ১৪ দিন আগে মনোনয়ন যুদ্ধে দেবর-ভাবি!
- ১৪ দিন আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীরসহ মনোনয়নপ্রত্যাশী ৬ জন
- ১৪ দিন আগে মাদারীপুরে হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি
- ১৪ দিন আগে নেত্রকোনার ৫ আসনে নৌকা চায় ৭১ আ.লীগ নেতা
- ১৪ দিন আগে আ.লীগে যাদের মনোনয়ন নিশ্চিত
- ১৪ দিন আগে নৌকা প্রতীক চান আপন ৪ ভাই
- ১৪ দিন আগে আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার
- ১৪ দিন আগে মনোনয়ন কাকে দেওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মনোনয়ন বোর্ড: শিক্ষামন্ত্রী
- ১৪ দিন আগে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
- ১৪ দিন আগে ফেনীর ৩ আসনে নৌকার প্রার্থী হতে চান ৩০ জন
- ১৪ দিন আগে আ.লীগের অর্ধডজন নেতার দৌড়ঝাঁপ, বিএনপিসহ অন্যরা সিদ্ধান্তহীনতায়
- ১৪ দিন আগে খুলনার ৬ আসনে নৌকা প্রতীক চান ৪৬ নেতা
- ১৪ দিন আগে কক্সবাজারের আসন জোটকে ছাড়তে নারাজ আওয়ামী লীগ
- ১৫ দিন আগে নির্বাচনি প্রচারে সরকারি সম্পত্তির ব্যবহার বন্ধের নির্দেশ
- ১৫ দিন আগে আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন ১৭ প্রার্থী
- ১৫ দিন আগে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৯ জন
- ১৫ দিন আগে কারাবন্দি ও প্রবাসীরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটে
- ১৫ দিন আগে নির্বাচনের মধ্যেও চলবে এনআইডির নিবন্ধন ও সংশোধন
- ১৫ দিন আগে হত্যার আসামির সঙ্গে মনোনয়ন ফরম হাতে এমপির ছবি ভাইরাল
- ১৫ দিন আগে এমপি প্রার্থী হতে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
- ১৫ দিন আগে মনোনয়ন চান আ.লীগের ১১ জন, সাংগঠনিক কাজে ব্যস্ত বিএনপি
- ১৫ দিন আগে নৌকার প্রার্থী হতে ৩ আসনে মনোনয়ন জমা দিলেন সাকিব
- ১৫ দিন আগে মনোনয়ন ফরম কিনলেন জিএম কাদের
- ১৫ দিন আগে যশোর-২ আসনে নৌকা চান বাবা-ছেলে
- ১৫ দিন আগে আ.লীগের ৯, বিএনপিসহ অন্যান্য দল গতিহীন
- ১৬ দিন আগে নৌকার মনোনয়ন চাইলেন স্বামী-স্ত্রী
- ১৬ দিন আগে কুমিল্লায়-১ আসনে নৌকার প্রার্থী হতে চায় বাবা ও ছেলে
- ১৬ দিন আগে ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য
- ১৬ দিন আগে চাঁদপুর-৩ আসন: মনোনয়ন চান দীপু মনি ও সুজিত রায় নন্দী
- ১৬ দিন আগে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন জাফর আলী
- ১৬ দিন আগে নৌকা প্রতীকের আশায় মনোনয়ন ফরম জমা দিলেন চিত্রনায়িকা মাহি
- ১৬ দিন আগে কুমিল্লায় এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন ২ উপজেলা চেয়ারম্যান
- ১৬ দিন আগে বিএনপি ভোটে এলে আলোচনা করবে ইসি
- ১৬ দিন আগে আ.লীগ-বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে সাকিব
- ১৭ দিন আগে মনোনয়ন কিনলেন তৃতীয় লিঙ্গের রানী
- ১৭ দিন আগে টাঙ্গাইলে নির্বাচন অফিস থেকে মনোনয়ন নিলেন ৭ প্রার্থী
- ১৭ দিন আগে দল না করে মনোনয়ন পাওয়ার সুযোগ নেই: হাছান মাহমুদ
- ১৭ দিন আগে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ
- ১৭ দিন আগে টাঙ্গাইল-৪ ও ৫ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মুরাদ সিদ্দিকী
- ১৭ দিন আগে চাঁদপুরে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা বন্ধের নির্দেশ
- ১৭ দিন আগে মনোনয়ন ফরম তুলেছেন শমসের মবিন চৌধুরী
- ১৭ দিন আগে আ.লীগের সম্ভাব্য প্রার্থী ৩, বিএনপির ২
- ১৮ দিন আগে ইসির চিঠিতে সাড়া দেয়নি বিএনপিসহ ৩৪ দল
- ১৮ দিন আগে প্রথম দিনে আ.লীগের ১০৭৪ মনোনয়ন ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি
- ১৮ দিন আগে চিঠি নিয়ে বিভ্রান্তি, নির্বাচনে যাচ্ছেন রওশন-কাদের
- ১৮ দিন আগে নৌকার মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা মাহি
- ১৮ দিন আগে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন এমপি একরামসহ ৩ জন
- ১৮ দিন আগে ইসির চিঠি ‘পাত্তা দিচ্ছে না’ বিএনপি
- ১৮ দিন আগে মহাজোটে নির্বাচন করতে চান বি চৌধুরী
- ১৮ দিন আগে নির্বাচনে ওয়ার্কাস পার্টি, মনোনয়ন নিলেন মেনন-বাদশা
- ১৮ দিন আগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
- ১৮ দিন আগে সব আসনে থাকবে ইসির ‘অনুসন্ধান কমিটি’
- ১৮ দিন আগে আ. লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস?
- ১৮ দিন আগে কার স্বাক্ষরে মনোনয়ন, জানতে চেয়ে বিএনপিসহ ৪৪ দলকে ইসির চিঠি
আরো পড়ুন