ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চাঁদপুর-৪ আসন 

আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন ১৭ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ২১:৩০, ২১ নভেম্বর ২০২৩
আ.লীগের মনোনয়নপত্র জমা দিলেন ১৭ প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ১৭ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ডা. বদরুন্নাহার ভূঁইয়া ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার। তিনি নিজেও নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা জানান, ১৭ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে হেভিওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, কাতারস্থ আওয়ামী লীগের সহসভাপতি সিআইপি জালাল আহমেদ।

এছাড়াও ফরিদগঞ্জের এ আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ হাসান সাগর, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, আওয়ামী লীগ নেতা এমরান চৌধুরী, স্বাচিপ কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, ছাত্রলীগের সাবেক নেতা মুকবুল আহমেদ মুকুল, হকার্স লীগের কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন রনি এবং যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিটন।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার বলেন, আমরা শেখ হাসিনার কর্মী এবং মুজিব সৈনিক। মনোনয়নপত্র অনেকেই উত্তোলন করছেন এবং জমাও দিয়েছেন। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবে সেটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্ধারণ করবেন। তিনি যাকে  মনোনয়ন দেবেন আমরা তার হয়েই ঐক্যবদ্ধভাবে নৌকার জয় নিশ্চিতে কাজ করবো।

অমরেশ/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়