ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২১ নভেম্বর ২০২৩  
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপির একদফা দাবি আদায়ে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে তারা মিছিল করেন।

আরো পড়ুন:

ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে মিছিলে ২০/২৫ জন নেতাকর্মী অংশ নেন।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন বলেন, মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির চলমান এক দফা আন্দোলনকে ব্যাহত করতে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল এ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের নেতাকর্মীরা রাজপথে সর্বদা সোচ্চার আছে। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়