ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সাতক্ষীরার ৭ নেতার তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৪ নভেম্বর ২০২৩  
সাতক্ষীরার ৭ নেতার তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসন থেকে ৭ জন নেতা তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত রাজধানীর তোপখানা রোডস্থ পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সকল নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সুমি ইসলাম ও আনারুল ইসলাম। সাতক্ষীরা-২ (সদর) আসনে মোস্তফা ফারহান মেহেদী। সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে নাদিমুল ইসলাম মাহমুদ এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসন থেকে বিশিষ্ট সার্জন অধ্যাপক ড. আসলাম আল মেহেদী, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (২৫ নভেম্বর) তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। এ সময় সাতক্ষীরার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৫ ও ২৬ নভেম্বর সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

গত ২৩ নভেম্বর পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে ৪০৩টি মনোনয়ন ফরম বিক্রি করে তৃণমূল বিএনপি।

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়