ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

কিশোরগঞ্জের ৬ আসনে নৌকার মনোনয়ন যুদ্ধে জয়ী যারা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ নভেম্বর ২০২৩  
কিশোরগঞ্জের ৬ আসনে নৌকার মনোনয়ন যুদ্ধে জয়ী যারা

কিশোরগঞ্জ-৬ আসনে এবারও মনোনয়ন পেয়েছে নাজমুল হাসান পাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘিরে বেশ কয়েক দিন স্নায়ুযুদ্ধ চলেছে। আর এ ছয়টি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে বেশ কয়েক মাস ধরে সোচ্চার ছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। একটি আসনের বিপরীতে একাধিক মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন ছয়টি আসনের ৬৭ জন দলীয় প্রার্থী। তাদের মধ্যে অনেকে ছিলেন সাবেক তিন রাষ্ট্রপতির পরিবারের সদস্য। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৯৮ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার মনোনয়ন প্রত্যাশী, নেতা-কর্মী ও সমর্থকদের অপেক্ষার প্রহর শেষে ছয়টি আসনের বিপরীতে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। ঘোষণার পরপরই জেলার ছয়টি আসনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করছে। জেলার ছয়টি আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার নতুন মুখের দেখা পেয়েছে দলীয় কর্মী-সমর্থকরা।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে একাদশ সংসদ নির্বাচনে দলের টিকেট পেয়েছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এবার এ আসনটিতে আওয়ামী লীগের নৌকার মাঝি হয়েছেন সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে বর্তমান সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমান সংসদ সদস্য মো. আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনোনয়ন পেয়েছেন।
 

রুমন/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়