ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইল-১ আসনে মুক্তি, ২ আসনে মাশরাফী

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৬ নভেম্বর ২০২৩  
নড়াইল-১ আসনে মুক্তি, ২ আসনে মাশরাফী

কবিরুল হক মুক্তি ও মাশরাফি বিন মুর্তজা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএম কবিরুল হক মুক্তি। এছাড়া, নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো পড়ুন:

এর আগে, আজ দুপুর থেকেই মাশরাফি বিন মুর্তজার নড়াইল বাসভবনের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জেলার ১ ও ২ আসনে মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এদিকে, লোহাগড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে।

শরিফুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়