ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বরিশাল বিভাগের ৭ আসনে আ.লীগের নতুন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২৬ নভেম্বর ২০২৩  
বরিশাল বিভাগের ৭ আসনে আ.লীগের নতুন প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত নামের তালিকায় বরিশাল বিভাগের ২১টি আসনে মধ্যে ৭টিতে নতুন মুখ এনেছে দলটি।

বরিশাল জেলার ৬টি আসনে মধ্যে ৪টি আসনেই নতুন প্রার্থী দিয়েছেন আওয়ামী লীগ। বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ ও বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক শামিম বহাল রয়েছেন। বরিশাল-২ আসনে শাহে আলমের স্থলে তালুকদার মোহাম্মাদ ইউনুসকে মনোনয়ন দেওয়া হয়েছে। বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে মহাজোটের (জাতীয় পার্টি) প্রার্থী ছিলেন গোলাম কিবরিয়া টিপু। বরিশাল-৪ আসনে পংকজ নাথের স্থলে শাম্মী আহমেদ ও বরিশাল-৬ আসনে মহাজোটের (জাতীয় পার্টি) নাসরীন জাহান রত্নার স্থলে আবদুল হাফিজ মল্লিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শমভু বহাল থাকলেও বরগুনা-২ আসনে শওকত হাচানুর রহমান রিমনের স্থলে নতুন মুখ সুলতানা নাদিরা।

পটুয়াখালী-১ আসনে সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার (২১ অক্টোবর, ২০২৩) মৃত্যুতে তার স্থলে ৯ নভেম্বর উপ-নির্বাচনে বিজয়ী হওয়া আবজাল হোসেনকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া, পটুয়াখালী-২ আসনে আ. স. ম. ফিরোজ, পটুয়াখালী-৩ আসনে এস. এম শাহজাদা ও পটুয়াখালী-৪ আসনে মো. মহিববুর রহমানকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ভোলা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম, ভোলা-৩ আসনে নুরন্নবী চৌধুরী ও ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলার এই ৪টি আসনে পূর্বের সংসদ সদস্যরাই বহাল রয়েছেন। 

ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুন ও ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তারা এই দুই আসনের বর্তমান সংসদ সদস্য। 

পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে দুইটিতে নতুন মুখ দিয়েছে আওয়ামী লীগ। পিরোজপুর-১ আসনে শ. ম রেজাউল করিম বহাল থাকলেও পিরোজপুর-২ আসনে মহাজোটের (জাতীয় পার্টি মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জুর স্থলে কানাই লাল বিশ্বাস ও পিরোজপুর-৩ আসনে মহাজোটের (জাতীয় পার্টি) রুস্তুম আলী ফরাজীর স্থলে মো. আশরাফুর রহমান মনোনয়ন পেয়েছেন।

স্বপন/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়