ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:৩৫, ২৭ নভেম্বর ২০২৩
পাবনায় জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

পাবনার ৫টি আসনে যারা জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন তারা হলেন- পাবনা-১ আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সরদার শাজাহান, পাবনা-২ আসনে সুজানগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন। 

আরো পড়ুন:

পাবনা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মীর নাদির মো. ডাবলু, পাবনা-৪ আসনে আটঘরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম ও পাবনা-৫ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারিকুল আলম স্বাধীন।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। গত ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

শাহীন/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়