ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুর-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মাওলানা কাউসার

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:২৬, ২৮ নভেম্বর ২০২৩
চাঁদপুর-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মাওলানা কাউসার

চাঁদপুর-৩ আসনে গোলাপ ফুল প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন জাকের পার্টির মুফতি মাওলানা কাউসার আহমেদ। এখানে তার প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনি।

সোমবার (২৭ নভেম্বর) রাতে শহরের বড়ষ্টেশনে জাকের পার্টির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মুফতি মাওলানা কাউসার আহমেদ বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি নির্বাচনে জয় আমাদেরই হবে। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের জন্যই সবাই গোলাপ ফুল প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকলে জাকের পার্টির জয় সুনিশ্চিত।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- জাকের পার্টির চাঁদপুর জেলা কমিটির সভাপতি কাজী মাহবুবুর রহমান, জাকের পার্টির বাস্তহারা কমিটির সভাপতি আব্দুল মালেক ঢালী, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মো. আলম বেপারী, জাকের পার্টি পৌর কমিটির সভাপতি মো. সোহাগ চৌধুরী, জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি মো. দেলোয়ার হোসেন রাশেদ, জাকের পার্টি পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. আমির খান, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। 

অমরেশ/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়