জোটবদ্ধভাবে নির্বাচন ও সমঝোতার আলোচনা চলছে: শিরীন আখতার
ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন ও সমঝোতার আলোচনা চলছে বলে জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। বিদেশি ও বহিরাগতদের হস্তক্ষেপে কোনো কিছু যায় আসে না উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধান অনুসারে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
মঙ্গলবার (২৮ নভেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিরীন আখতার বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক যাতে হয়, সে বিষয়ে আমরা কথা বলেছি। ইতোমধ্যে আওয়ামী লীগ, জাসদ ও জাতীয় পার্টি তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে আমি ফেনী-১ আসনে জাসদ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছি। আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, সমঝোতা হচ্ছে। মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হলে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। বিএনপি-জামায়াত দেশে যেভাবে হরতাল অবরোধ দিচ্ছে তা জনজীবনে কোন প্রভাব ফেলতে পারেনি। তবে, কোথাও কোথাও বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস করছে, নাশকতা করছে। আমরা স্পষ্ট বলেছি, এ সমস্ত অপকর্ম মোকাবিলা করেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাবো।
এসময় জাসদের ফেনী জেলা সভাপতি নুরুল আমিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, ডাক্তার অমিত মনোশিজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাহাব/মাসুদ
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম