ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

৭ জানুয়ারিতেই নির্বাচন হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ নভেম্বর ২০২৩  
৭ জানুয়ারিতেই নির্বাচন হবে: হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান মেনেই হবে। চাপ থাকতেই পারে। সিইসি কিছুটা অস্বস্তি বোধ করছেন যে, সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে তারা খুঁশি হতেন, ভালো হতো। দুই-একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ না করে হামলা করে গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। কিন্তু, তাতে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন সংবিধান মেনে সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।’

বুধবার (২৯ নভেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হানিফ বলেন, ‘৩০ নভেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে, নির্বাচনে শুধু আওয়ামী লীগই আছে না অন্য দলও রয়েছে। ইতোমধ্যে জাতীয় পার্টিসহ  কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আমাদের জানা মতে, প্রায় ২৮ থেকে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দলে নেই। নিজেদের কর্মকাণ্ডের কারণে তারা এখন সাধারণ মানুষের কাছে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায় কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কি বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই।’

কাঞ্চন/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়