ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন 

মাদারীপুর-৩ আসনের আ.লীগ প্রার্থীকে আদালতে তলব

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৭, ২ ডিসেম্বর ২০২৩
মাদারীপুর-৩ আসনের আ.লীগ প্রার্থীকে আদালতে তলব

আব্দুস সোবহান গোলাপ। ফাইল ফটো

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। এ ঘটনায় আগামীকাল রোববার (৩ ডিসেম্বর) তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটি তলব করেছেন। একই সঙ্গে অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামানকে সশরীরে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ নিয়ে হাজির থাকতে বলা হয়েছে। 

অভিযোগকারী তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরো পড়ুন:

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বাদ্য যন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেন রিটার্নিং কর্মকর্তার কাছে বলে লিখিত অভিযোগ করেছেন ২ স্বতন্ত্র প্রার্থী। এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে ৩ ডিসেম্বর জবাব দিতে বলেছেন।

যুগ্ম জেলা আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল) পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনজনকেই নোটিশ করা হয়েছে। অভিযুক্ত এবং অভিযোগকারীদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অভিযোগকারীদের প্রমাণসহ হাজির থাকতে বলা হয়েছে। 

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যেই অভিযুক্তকে সশরীর হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

বেলাল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়