ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ-১ 

মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৬:০০, ৩ ডিসেম্বর ২০২৩
মাহি বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মাহি বদরুদ্দোজা চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপন। ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাহি বদরুদ্দোজা চৌধুরী সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে 

এদিকে, এই আসন থেকে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবির এবং বিএনএম প্রার্থী ফরিদ হোসেন। 

আরো পড়ুন:

রোববার (৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে যাচাই-বাছাইয়ের প্রথম পর্বে সংসদীয় এই আসনের ১১ জন প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটার তালিকা গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল হয়। বিকল্পধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন ঋণ খেলাপি হওয়ার কারণে বাতিল হয়। বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নপত্রে সমর্থনকারী স্থানীয় নয় এ কারণে বাতিল করা হয়েছে।

রতন/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়