পরিস্থিতি ভালো না হলে ইসির বদনাম হবে: কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘পরিস্থিতি এখন যেভাবে আছে, আমি আশা করবো ভবিষ্যতে আরো ভালো হবে। যদি তেমনটা না হয় তাহলে নির্বাচন কমিশনের (ইসি) বদনাম হবে, মর্যাদা হারাবেন। তবে, নির্বাচন এখনো জমে ওঠেনি। সরকার যদি নিরপেক্ষ থাকে ও নির্বাচন কমিশন যদি দক্ষ হয়, তাহলে ইনশাল্লাহ নির্বাচন জমে উঠবে।’
রোববার (৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে নির্বাচন করছেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন হচ্ছে ভোটারদের নিয়ে। ভোটররা যদি উৎসাহিত হয় এবং তারা যদি ভোট কেন্দ্রে যায় এবং ভোট দেয় তাহলে সেটাকে তো উৎসব মুখোরিতো বলতে হবে। সারাজীবন কখনো কোনো আশংকা করিনি, এখনো করি না। আমি সব সময় মোকাবেলা করতে পছন্দ করি। নির্বাচন সুষ্ঠু হতে পারে কি না সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি এবং আমার বড় ভাই লতিফ সিদ্দিকীও দাঁড়িয়েছেন। দেখা যাক ভোট কেন্দ্রে গিয়ে কেমন হয়।
এ সময় কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
কাওছার/মাসুদ
- ২ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম