ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নরসিংদী-৩ 

স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধ 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৩ ডিসেম্বর ২০২৩  
স্বামী-স্ত্রীর মনোনয়ন বৈধ 

সিরাজুল ইসলাম মোল্লা ও ফেরদৌসী ইসলাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী ফেরদৌসী ইসলামের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। স্বামী-স্ত্রী দুইজনই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসী ইসলাম বলেন, আমি শিবপুরের পরিস্থিতির কারণে প্রার্থী হয়েছি। শিবপুরের জনগণের জন্য কাজ করে যাওয়ার জন্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। শিবপুরকে একটি উন্নত উপজেলা করার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ। 

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

জেলা নির্বাচন অফিসার বদিউল আলম বলেন, সিরাজুল ইসলাম এবং তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ। ফলে শিবপুর আসন থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। 

হৃদয়/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ