মাগুরার ২ আসনে ৮ জনের মনোনয়ন স্থগিত, ৩ জনের বাতিল
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরার দুটি সংসদীয় আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, ৮ জনের প্রার্থীতা স্থগিত ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
সোমবার (৪ ডিসরম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবু নাসের বেগ মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।
বৈধ প্রার্থীরা হচ্ছেন- মাগুরা-১ ( মাগুরা সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ কংগ্রেস-এর প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হেসেন। মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরেরর চার ইউনিয়ন) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার ও বাংলাদেশ কংগ্রেস-এর প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হেসেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী। মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান, ও স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব.) কাজী শরিফ উদ্দিন।
মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীরা হলেন, মাগুরা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ, জাকের পার্টির মোহাম্মদ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর কে এম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি। মাগুরা-২ জাতীয় পার্টির মোহাম্মদ মুরাদ আলী, জাকের পার্টির মোহাম্মদ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আকিদুল ইসলাম।
শাহীন/মাসুদ
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম