ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বিএনপির অবরোধ এলার্মিং পর্যায়ে যায়নি: ইসি আলমগীর

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৫ ডিসেম্বর ২০২৩  
বিএনপির অবরোধ এলার্মিং পর্যায়ে যায়নি: ইসি আলমগীর

বিএনপির ডাকা অবরোধের কারণে ভোটে কোন প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘যারা এসব করছে তাদের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এটা এলার্মিং পর্যায়ে যায়নি। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলছে, সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য করছেন, তাই ভোটের দিনও ভোটাররা ভয় পাবেন না। তারা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

ইসি আলমগীর বলেন, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাই করবো আমরা। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রধান এবং নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারিকুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়