আচরণবিধি লঙ্ঘন
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আ.লীগ প্রার্থীকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সামিল উদ্দিন আহম্মেদ শিমুল
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য সামিল উদ্দিন আহম্মেদ শিমুলকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান এই নোটিশ পাঠান। নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার ১৭ ডিসেম্বর সকাল ১১টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে সামিল উদ্দীন আহম্মেদ শিমুলকে। সামিল উদ্দীন আহম্মেদ শিমুল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শোকজ নোটিশে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উদ্ধৃত করে বলা হয়েছে, সামিল উদ্দীন আহম্মেদ শিমুল তার বাড়ির আঙিনায় মত বিনিময় সভার নামে সহস্রাধিক লোক জমায়েত করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং বিরিয়ানি ভোজ করেছেন। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। নির্বাচনি প্রচারণা চালানোর আইনানুগ সময়ের পূর্বেই নির্বাচনী প্রচারণা চালানো, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে গণজমায়েত করা হয়েছে, যা ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশে।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচন অনুসন্ধান কমিটি।
মেহেদী/মাসুদ
- ১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম