ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

চাঁদপুরের ৪টি আসনে প্রার্থী প্রত্যাহার করলো জাকের পার্টি

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১৭ ডিসেম্বর ২০২৩  
চাঁদপুরের ৪টি আসনে প্রার্থী প্রত্যাহার করলো জাকের পার্টি

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের চারটি থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চাঁদপুর-১, ২, ৪ ও ৫ আসনের প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি কাউছার আহমেদ চাঁদপুরী।

প্রার্থিতা প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মো. মাসউদুল আহসান, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মো. ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মো. নুরুল ইসলাম বেপারী ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে মো. মুকবুল আহমেদ।

চাঁদপুর জেলা জাকের পার্টির সভাপতি মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শুধুমাত্র মুফতি মো. কাউছার আহমেদ চাঁদপুরী নির্বাচন করবেন। বাকি চারটি আসন থেকে দলের অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

অমরেশ/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়