মায়াকে আবারও শোকজ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-উত্তর) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে আবারও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদপুর-২ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) মায়া চৌধুরীকে দেওয়া হয়।
নোটিশ বলা হয়, চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম. ইশফাক আহসান একই আসনের আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে অভিযোগ করেন, গত ১৪ ডিসেম্বর বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এ.টি.ই.ও) হাসানুজ্জামান লুলু জরুরি নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকাদের নৈমিত্তিক ছুটি বাতিল করেন এবং নৌকার প্রার্থী মায়া চৌধুরীর বাড়িতে সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী আলোচনা করেন। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। কেননা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে তদন্ত করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মায়া চৌধুরীর মনোনয়ন বাতিলসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, ওই সভার ভিডিও ক্লিপে দেখা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মুক্তার গাজী নৌকার প্রার্থী মায়া চৌধুরীর উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সরাসরি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ব্যক্তিগত সহকারী মো. মামুন বলেন, আমরা এর আগে একটি নোটিশ পেয়েছিলাম। সেটির জবাব দিয়েছি। নতুন কোনো শোকজের কাগজ এখনো আমরা হাতে পাইনি। আদালত শোকজ করলে আমরা সেটিরও জবাব দেব।
উল্লেখ্য, এর আগেও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জবাব চেয়ে নোটিশ দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি। পরে তিনি ৬ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে ওই শোকজের জবাব দেন।
অমরেশ/মাসুদ
- ৩ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৩ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৩ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৩ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৩ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৩ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৩ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৩ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৩ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৩ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৩ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৩ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৩ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৩ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৩ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম