ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর-৩: নির্বাচনি প্রচারণায় নৌকাকে টেক্কা দিচ্ছে ট্রাক 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:১২, ২০ ডিসেম্বর ২০২৩
লক্ষ্মীপুর-৩: নির্বাচনি প্রচারণায় নৌকাকে টেক্কা দিচ্ছে ট্রাক 

নির্বাচনি প্রচারণায় এমএ সাত্তার

লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচনি প্রচার-প্রচারণা জমে উঠেছে। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। তাকে টেক্কা দিতে স্বতন্ত্র হয়ে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করছেন ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার। দুই প্রার্থী নিজেদের প্রতীকে ভোট চেতে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ‘ট্রাক’ প্রতীকে ভোট চান এমএ সাত্তার। ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিতে দেখা যায় তাকে।

আরো পড়ুন:

ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে আ.লীগ প্রার্থী  গোলাম ফারুক পিংকু

আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, দেশের মানুষ এখন নৌকা ছাড়া অন্য কোথাও ভোট দিতে চায় না। প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন, জনগণ আমার পাশে আছেন। আমি ১০০ শতাংশ নিশ্চিত ইনশাআল্লাহ আমিই জয়ী হবো।

স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তার বলছেন, আমি দুঃসময়ে জনগণের পাশে ছিলাম। নিজ উদ্যোগে তৃণমূল হতে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের পাশে ছিলাম। এবার প্রধানমন্ত্রীই নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই স্বতন্ত্র হয়ে মাঠে আছি।

জাহাঙ্গীর/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়