ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সরকার ১৫ বছর ভোট ছাড়াই জবরদখল করে আছে: হারুনুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৭ ডিসেম্বর ২০২৩  
সরকার ১৫ বছর ভোট ছাড়াই জবরদখল করে আছে: হারুনুর

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, ‘সরকার ১৫ বছর ভোট ছাড়াই ক্ষমতা জবরদখল করে আছে। আমরা এর অবসান চাই। জনগণ আমাদের সঙ্গে আছেন।’ 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ বিএনপির কার্যালয় থেকে ভোট বর্জনের লিফলেট বিতরণ করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

হারুনুর রশিদ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে ভুয়া নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি আরও গভীর সঙ্কটের মধ্যে পতিত হবে। নির্বাচন বর্জনের জন্য আমরা জনসাধরণের কাছে যাচ্ছি। ভুয়া ও ডামি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। নির্বাচনকে বর্জন করার জন্য আগামী ৭ জানুয়ারি দেশের জনগণ নতুন নজির স্থাপন করবেন।’

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘দেশকে ধ্বংস, হানাহানি ও সংঘাত থেকে বাঁচানোর জন্য নির্বাচন বন্ধ করুন। যদি আপনারা নির্বাচন করেন, আমাদের আন্দোলন অব্যহাত থাকবে।’

তৃণমূল বিএনপিকে ভূয়া সংগঠন দাবি করে তিনি আরও বলেন, ‘এসব শেখ হাসিনার তৈরি করা দল। এই দলের নেত্রী শেখ হাসিনা। বিএনপির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা মইদুল ইসলাম, আহসান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

মেহেদী/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়