কাপাসিয়ায় লড়াই হবে ভাই-বোনে
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে বাকি আর মাত্র সাত দিন। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনি প্রচার। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মূলত লড়াই হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মধ্যে। তারা মামাত-ফুফাত ভাই-বোন হলেও ভোটের মাঠে তাদের লড়াইটা বেশ ভালোই জমে উঠেছে।
সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ বঙ্গতাজ শহিদ তাজউদ্দীন আহমদের ভাগ্নে।
ফুফাতো ভাই আলম আহমেদের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে লড়ছেন রিমি। একই সঙ্গে ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে প্রচার চালাচ্ছেন তিনি।
জানা গেছে, মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপের অভিযোগে এ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে ১৩ ডিসেম্বর কমিশন আবেদন খারিজ করে দেয়। পরে আলম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত স্বতন্ত্র প্রার্থী আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দেন। এই আদেশের পর আলম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে প্রচার চালাচ্ছেন।
অপরদিকে, আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে গত মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেন রিমি। বুধবার চেম্বার আদালত তা মঞ্জুর করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন।
গাজীপুর-৪ আসনে মোট ভোটা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন ও নারী ১ লাখ ৫৫ হাজার ৮৭৬ জন। এ আসনে ভোট কেন্দ্র ১২২টি এবং বুথ ৬০৪টি।
রফিক সরকার/রফিক
- ৩ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৩ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৩ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৩ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৩ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৩ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৩ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৩ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৩ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৩ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৩ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৩ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৩ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৩ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৩ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম