ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ঢাকা-১৯: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ৫ জনকে শোকজ

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১ জানুয়ারি ২০২৪  
ঢাকা-১৯: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ৫ জনকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা, স্বতন্ত্র প্রার্থী ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

রোববার (৩১ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশ দেয়া হয়েছে। এ বিষয়ে তাদের চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ আহমেদ এবং নৌকা প্রতীকের সমর্থক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আরিফ মাদবর। 

তাদের সকলের বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন অভিযোগ উঠেছে।
 

আরিফুল/বকুল 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়