ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৯: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ৫ জনকে শোকজ

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১ জানুয়ারি ২০২৪  
ঢাকা-১৯: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ৫ জনকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা, স্বতন্ত্র প্রার্থী ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

রোববার (৩১ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশ দেয়া হয়েছে। এ বিষয়ে তাদের চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

আরো পড়ুন:

নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, বনগাঁও ইউপি চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ আহমেদ এবং নৌকা প্রতীকের সমর্থক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আরিফ মাদবর। 

তাদের সকলের বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন অভিযোগ উঠেছে।
 

আরিফুল/বকুল 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়