ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার 

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫১, ১ জানুয়ারি ২০২৪
নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার 

বহিষ্কৃত বিএনপি নেতা মোমিনুর রহমান

নীলফামারীর ডোমার উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনি সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোমিনুর রহমান।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিষ্কৃত মোমিনুর রহমান ৩০ ডিসেম্বর বিকেলে বামুনিয়া ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অফতাব উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি কেন্দ্র অবহিত হলে ১ জানুয়ারি তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।
 

সিথুন/বকুল 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়