ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

কক্সবাজার-৩

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ইউপি চেয়ার‌ম্যানকে মারধরের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:২৩, ৩ জানুয়ারি ২০২৪
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ইউপি চেয়ার‌ম্যানকে মারধরের অভিযোগ

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ‘ঈগল’ প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া লোকজনের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় রামুর জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্সকে মারধর করা হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জোয়ারিয়ানালার মাদরাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মাদরাসা গেটে ঈগল প্রতীকের প্রচারণা চালানো হচ্ছিল। সে সময় কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসেন ওই আসনের আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েক’শ কর্মী। এমপি কমল গাড়ি থেকে নেমে লাঠি হাতে এগিয়ে এসে মারধর শুরু করেন। এসময় ৩ রাউন্ড ফাঁকা গুলি করেন এমপি কমল নিজেই। পরে উত্তেজিত লোকজন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেন। ঘটনাস্থলে পুলিশ-বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন। সাদ্দাম আমার ওপর হামলার প্রতিবাদ জানালে এমপির লোকজন আবারও ৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জড়ো হওয়া লোকজনকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারেকুর/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়