ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

রাজবাড়ী-২

প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৭ জানুয়ারি ২০২৪  
প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রকাশ্যে ভোট গ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাড়িভাঙ্গা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে তাকে প্রত্যাহার করা হয়। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ এতথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও খান মো. আব্দুল্লাহ জানান, সকাল থেকেই হাড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ শেখের বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগ আসে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। পরে একই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সুশান্ত কুমার রায়কে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট নেওয়া হলেও নিরব ভূমিকা পালন করছিলেন প্রিজাইডিং অফিসার মো. ফরিদ শেখ।

রবিউল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়