রাজশাহী-৪
তিনবারের এমপিকে হারিয়ে দিলেন কালাম
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আবুল কালাম আজাদ। ফাইল ফটো
নানা জল্পনা-কল্পনার অবসান হলো। রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও এই আসনের বর্তমান সংসদ সদস্য এনামুল হক। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।
আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করলেন। আর এনামুল হক ২০০৮ সাল থেকে পরপর তিনবার নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
রোববার (৭ জানুয়ারি) ভোট গ্রহণের পর রাত সাড়ে ৯টায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, রাজশাহী-৪ আসনের অন্য প্রার্থীদের মধ্যে আবু তালেব প্রামানিক ‘লাঙ্গল’ প্রতীকে ১ হাজার ৫১৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির জিন্নাতুল ইসলাম জিন্না ‘আম’ প্রতীকে ৫৬০ ভোট, বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান ‘নোঙ্গর’ প্রতীকে ১৪৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন ‘মাথাল’ প্রতীকে ৮৭০ ভোট পেয়েছেন।
বাগমারায় মোট ভোটকেন্দ্র ছিল ১২২টি। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই এই আসনে উত্তেজনা ছিল। আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী এনামুল হককে হুমকি দেওয়ার অভিযোগে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় দুটি মামলাও করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কেয়া/মাসুদ
- ৩ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৩ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৩ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৩ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৩ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৩ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৩ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৩ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৩ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৩ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৩ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৩ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৩ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৩ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৩ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম