ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

মেঘনা তীরের অবৈধ ৩৫ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৩১ জানুয়ারি ২০২৪  
মেঘনা তীরের অবৈধ ৩৫ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

মুন্সীগঞ্জের সীমানাধীন নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা চারটি রেস্টুরেন্টসহ ৩৫টি স্থাপনা ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। 

এদিকে, সরকারি কাজে বাধা দেওয়া ও ভেকু ভাঙচুর করার অপরাধে দুইজনে আটক করে পুলিশ। এর মধ্যে জাহাঙ্গীর নামের একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন বিআইডব্লিউটিএ ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ তাসলিমা আক্তার। 

বিআইডব্লিউটিএ ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, চর কিশোরগঞ্জে নদীর তীরে গড়ে ওঠা চারটি রেস্টুরেন্ট ও ৩০টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। চর-হোগলায় ড্রেজার ও পাইপলাইন ভেঙে দেওয়া হয়েছে। সম্বুপুরা নদীর পাড় এলাকায় বালু মহাল উচ্ছেদ করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে।

আরো পড়ুন:

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়