ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় ৫৪১ কোটি টাকা 

মোসলেম উদ্দিন, দিনাজপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২৪
হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় ৫৪১ কোটি টাকা 

গত অর্থবছর (২০২২-২৩) ও চলতি (২০২৩-২৪) অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি হয়েছে ১২ লাখ ১৭ হাজার ৯৩৯ মেট্রিকটন ভারতীয় পণ্য। এ থেকে দুই অর্থবছরে সরকার রাজস্ব পেয়েছে ৫৪১ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৯৫৫ টাকা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন। 

আরো পড়ুন:

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন রাইজিংবিডিকে জানান, গত ২০২২-২৩ অর্থবছরে হিলি বন্দরে আমদানি হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ১৩৬ মেট্রিকটন ভারতীয় পণ্য। তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ২৩৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৯৫৬ টাকা। আবার চলতি ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছে ৪ লাখ ২৯ হাজার ৮০৭ মেট্রিকটন পণ্য। তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৩০৪ কোটি ৬ লাখ ৩ হাজার ৯১৯ টাকা।

তিনি আরও জানান, ভারত থেকে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। আশা করছি আমদানি-রপ্তানি বাড়লে রাজস্বও বৃদ্ধি পাবে। 

/মোসলেম/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়