ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

রাজবাড়ীতে রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১১ মার্চ ২০২৪  
রাজবাড়ীতে রেলওয়ের জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজবাড়ীর পাংশায় নিজেদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের বারেক মোড়ের রেলগেট থেকে শুরু হওয়া অভিযানে ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে পাংশায় নবনির্মিত বিসমিল্লা টাওয়ারের ম্যানেজার মো. নাসির নামে এক ব‍্যাক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম‍্যমান আদালত।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, এক সময় পাংশার নারায়ণপুর মৌজায় রেলওয়ের জায়গা ছিল ৫০ একরের বেশি। এরমধ্যে ২২ একরের বেশি জমি বেদখল হয়ে গেছে। দখলকারিরা বিভিন্ন সময়ে ব‍্যক্তি বা সংস্থার নামে রেলওয়ে জায়গা রেকর্ড করে দখল করে নিয়েছেন। এই জমি উদ্ধারের জন‍্য রেলওয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, পাকশী রেলওয়ে ডিভিশনের কর্মকর্তা ও জিআরপি পুলিশ।

আরো পড়ুন:

 

রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়