ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসাইলে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:১৩, ২৯ অক্টোবর ২০২৫
বাসাইলে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

টাঙ্গাইলের বাসাইল বাজারের সড়কের পাশের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাসাইল কোটিপতি মার্কেটের সামনে থেকে শুরু করে সাহাপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের দুইপাশের দোকান ভেঙে দেওয়া হয়। 

আরো পড়ুন:

অভিযানে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম উপস্থিত ছিলেন।

বাসাইল পৌরসভার প্রশাসক মোছা. আকলিমা বেগম বলেন, ‘‘মানুষের হাঁটার জন্য রাস্তার দুইপাশে সাত ফুট পরিষ্কার রাখা হবে। আমরা দ্রুত মানুষের চলাচলের জন্য সিসি ঢালাইয়ের ব্যবস্থা করব। যাতে ভবিষ্যতে নতুন করে কেউ রাস্তা দখল করে দোকান নির্মাণ করতে না পারে।’’ 

তিনি আরো বলেন, ‘‘আজকের পর থেকে কেউ যাতে সড়কের পাশে খুঁটি স্থাপনের সুযোগ না পায়, বিষয়টি নিয়ে মনিটরিং থাকবে।’’
 

ঢাকা/কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়