ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় যুবলীগের উদ্যোগে সাহরি বিতরণ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২০ মার্চ ২০২৪  
পাবনায় যুবলীগের উদ্যোগে সাহরি বিতরণ

সাহরি বিতরণ

স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা জেলা যুবলীগের উদ্যোগে প্রতিরাতে চলছে বিনামূল্যে সাহরি বিতরণ। প্রতিদিন রাতে সাহরি রান্না ও প্যাকেট করা হয়। এরপর রাত দেড়টা থেকে ২টার মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে রোগী ও তার স্বজনদের মাঝে বিতরণ করা হয়।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক নেতাকর্মীদের নিয়ে সাহরি বিতরণ করেন। প্রতিরাতে ৭০০ প্যাকেট সাহরি বিতরণ করা হয়।

আরো পড়ুন:

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, রমজান মাসে দূর-দূরান্ত থেকে অনেক অসহায় রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি থাকেন। তাদের সঙ্গে স্বজনরা থাকেন। কিন্তু তাদের সাহরি করার প্রস্তুতি থাকে না। সাহরির সময় বাইরে খাবার পাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। ওই সব অসহায় মানুষের কথা চিন্তা করে, মানবিক দিক বিবেচনা করে, এই সাহরি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, স্কয়ার গ্রুপের সহায়তায় জেলা যুবলীগের উদ্যোগে গত ১৭ মার্চ থেকে সাহরি বিতরণ কর্মসূচি চলছে। রমজান মাসের বাকি দিনগুলোতে একইভাবে প্রতিরাতে সাহরি বিতরণ অব্যাহত থাকবে। গত বছরও রমজান মাসে সাহরি বিতরণ করা হয়। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানসিক তৃপ্তি থেকে তারা এ কাজ করছেন। 
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়