ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৬ মার্চ ২০২৪  
রাজশাহীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর শহীদ মিনারে ফুল হাতে মানুষের ঢল নামে। সকাল থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারগুলোতে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবাই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। 

সূর্যোদয়ের পর রাজশাহী পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের শুরুতেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও সরকারি-বেরসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

আরো পড়ুন:

রাজশাহী মহানগরীর কুমাপাড়ায় থাকা স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ অন্যরা। এর আগে সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে পুষ্পঘ্য অর্পণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল ৮টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা হয়। পরে সেখানে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
 

কেয়া/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়