ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ৩ এপ্রিল ২০২৪  
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম নাজমুল হক জেলা আওয়ামী লীগের সভাপতি সহ-সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় আগামি ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অফ অনার প্রদান এবং শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা ও সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

ফারুক/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়